রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রথম বার অনুষ্ঠিত হলো ‘শুভলং চ্যানেল সুইমিং-২০২৪’ সাঁতার প্রতিযোগিতা। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় বরকল উপজেলার সুবলং বাজার হতে শুরু করে রাঙামাটি সদরের শহিদ মিনার ঘাট পর্যন্ত সাড়ে কিলোমিটার এ সাঁতার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয় বেলা ২টায়। এর আগে রাঙামাটি সুবলং বাজার আর্মি জোনের ঘাট থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন। ‘কাপ্তাই লেকে সাঁতার কাটবে ভয় করবে জয়, নিয়মিত কাটলে সাঁতার স্বাস্থ্য ভালো হয়’ এ প্রতিপাদ্য নিয়ে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। প্রতিযোগিতায় রাঙামাটিসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৩০জন সাঁতারু অংশ নেন। প্রতিযোগিতায় বরগুনার মো. সাইফুল ইসলাম রাসেল প্রথম হয়েছেন ৩ ঘন্টা ৫৪ মিনিট সাঁতার দিয়ে। এতে ৪ ঘণ্টা ৩৬ মিনিট সাঁতারে দ্বিতীয় হয়েছেন সাতক্ষীরার মো. তৌফিকুজ্জামান এবং ৪ ঘণ্টা ৪৩ মিনিট সাঁতারে তৃতীয় হয়েছেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার এসআইএম ফেরদৌউস আলম। এছাড়া ৪ ঘণ্টা ৪৫ মিনিট সাঁতার দিয়ে রাঙামাটির লংগদুর ছেলে হাফিজুর রহমান চতুর্থ,৪ ঘণ্টা ৫৬ মিনিট সাঁতারে রাঙামাটির নানিয়ারচর উপজেলার জয়তু দাশ পঞ্চম এবং একমাত্র নারী প্রতিযোগী গাইবান্দরার মোছা. সোহাগী আক্তার ৫ ঘণ্টা ৬ মিনিটসাঁতারেষষ্ঠহয়েছেন।
এর পর রাঙামাটির রাজেশ চাকমা সপ্তম,কুমিল্লার মো.আল আমিন আকিক অষ্টম, পাবনার মো.জামিল হোসেন নবম ও নীলফামারীর মো.ইমরান ফরহাদ দশম হয়েছেন। প্রতিযোগিতার সমাপনীতে রাঙামাটি জেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে বিজয়ী ও অংশ গ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। এ সময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাআইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো.শামীম হোসেন উপস্থিত ছিলেন।