বৃষ্টি না হওয়া এবং তীব্র গরমে দ্রুত সময়ের মধ্যে পানি শুকিয়ে যাওয়ায় রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে চারটি ইউনিট বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদন কমেছে ২০০ মেগাওয়াট। গতকাল বুধবার এমন তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপক মাহমুদ হাসান। তিনি বলেন, পানির অভাবে পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট সচল রয়েছে। একটি ইউনিট থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। খবর বাংলানিউজের
পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক আরও বলেন, বর্তমানে হ্রদে পানি রয়েছে ৭৭ দশমিক ৬১ মীনস সি লেভেল ( এমএসএল)। কিন্তু রুলকার্ভ অনুযায়ী এই সময় পানি থাকার কথা ৭৯ দশমিক ৫৩ মীনস সি লেভেল (এমএসএল)। যে কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে সামনে বৃষ্টিপাত হলে হ্রদের পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন ফের বাড়বে বলে জানান তিনি। কাপ্তাই হ্রদে পানির স্তর কমে যাওয়ায় একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে তেমনি হ্রদের ওপর নির্ভরশীল মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। বিশেষ করে হ্রদের সঙ্গে সংশ্লিষ্ট বিলাইছড়ি, বরকল, জুড়াছড়ি, লংগদু, বাঘাইছড়ি উপজেলার নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হ্রদের বিভিন্ন স্থানে জেগে ওঠা ডুবোচরে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি হ্রদের বেশ কিছু অংশে পলি জমায় দেখা দিয়েছে নাব্যতা সংকট।