কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি প্রধান সড়কের পাশে দেখা দিয়েছে বিপজ্জনক ভাঙ্গন। এতে করে সড়কের একপাশে মাটি সরে গিয়ে দিনদিন বড় গর্তের সৃষ্টি হচ্ছে। যে কোন সময় সড়কের পাশের মাটি সম্পূর্ণ ধসে গিয়ে সড়কটিতে যান চলাচল বন্ধের আশংকা করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বড়ইছড়ি সদরের থানা কার্যালয়ের পাশে প্রধান সড়কটির মাটি দিনদিন সরে যাচ্ছে। বর্তমানে সড়কের একপাশের মাটি সরে গর্তের সৃষ্টি হয়েছে। যা দিনদিন বড় হচ্ছে। বিশেষ করে সড়কের পাশে ঝুঁকি মোকাবেলায় থাকা গার্ডারের রড এবং মাটি সরে যাচ্ছে। এতে দিনদিন সড়কটিতে ঝুঁকি বাড়ছে।
এদিকে প্রতিদিন এই সড়ক দিয়ে চট্টগ্রাম, রাঙামাটি থেকে কাপ্তাইগামী শত শত বাস, ট্রাক সহ ভারী যানবাহন চলাচল করে। এছাড়াও ব্যস্ততম এই সড়কটিতে প্রতিদিনিই অন্যান্য যানবাহন চলাচল করে থাকে। তাই সড়কটি দ্রæত মেরামত করা না হলে ঝুঁকি আরও বাড়বে বলে স্থানীয়রা আশংকা করছে। সড়কে চলাচলকারী গাড়ি চালক মো. সোহেল, আকবর হোসেন, আমির হোসেন জানান, কিছুদিন আগে সড়কের ভাঙন সামান্য দেখা গেলেও বর্তমানে তা বড় হচ্ছে। সড়কটি দিয়ে প্রতিদিন বাস ট্রাক সহ ভারী যান চলাচল করে বিধায় সড়কটি জরুরিভাবে মেরামত করা প্রয়োজন। স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম, স্বপন তনচংগ্যা, সুমন মারমা জানান, সড়কটির ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোন সময় ধসে পড়ে সড়ক চলাচল বিঘ্নিত হবে। ফলে মানুষকে দুর্ভোগ পোহাতে হবে। তাই দ্রুত সড়কটি মেরামতের দাবি জানান তারা।
এ বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, শীঘ্রই ভাঙ্গন অংশ পরিদর্শনে একজন প্রকৌশলী পাঠানো হবে। এবং সড়কটির ভাঙ্গনরোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।