বান্দরবান প্রতিনিধি
কাপ্তাইয়ে প্রতিবন্ধী মারমা নারী এবং মাটিরাঙায় ত্রিপুরা কিশোরীকে স্বজাতি কর্তৃক গণধর্ষণের ঘটনার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সামাজিক রীতি-প্রথাগত বিচারের নামে ওই ঘটনা ধামাচাপা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচী পালন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদ।
গতকাল সোমবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেন, ধর্ষণের মতো গুরুতর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে প্রথাগত বিচার বা স্থানীয় সালিশি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের প্রচলিত আইনে এর ভিত্তিও দুর্বল। মানববন্ধনে বক্তারা আরো বলেন, অন্যায়কারীদের কোনো পরিচয় থাকতে পারে না। পাহাড়ে সন্ত্রাসী, ধর্ষণ, খুনি, চাঁদাবাজি, মাস্তানি, গুম, খুন যারা করে তারা অন্যায়কারী। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্রনেতা আসিফ ইকবাল, হাবিব আল মাহমুদ, মিছবাহ উদ্দীন প্রমুখ।











