কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের গত কমিটির সভাপতি অংসুইছাইন চৌধুরীকে এবং সাধারণ সম্পাদক পদে গত কমিটির যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম খলীলকে মনোনীত করা হয়। সোমবার উপজেলা নতুন ভবন মিলনায়তে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, শ্রম সম্পাদক মো. হানিফ, জেলা কৃষকলীগ সভাপতি জাহেদ আক্তার, জেলা আওয়ামী লীগ সদস্য আনোয়ার হোসেন বাচ্চু। সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগ সম্পাদক আলীব রেজা লিমন, স্বেচ্ছাসেক লীগ সভাপতি মো. ফজলুল করিম মানিক, কৃষকলীগ সভাপতি সামশুদ্দিন, আঞ্চলিক শ্রমিক লীগ সম্পাদক আব্দুল ওহাব, যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, রাইখালী ইউনিয়ন সম্পাদক ইউসুফ তালুকদার, চিৎমরম ইউনিয়ন সভাপতি নেথোয়াই মারমা ও জেলা আলীগের উপ-প্রচার সম্পাদক অমর কুমার দে।