কাপ্তাইয়ের রাইখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু

17

কাপ্তাইয়ের রাইখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল বিকেলে নারানগিরি স্বর্গীয় অনন্ত চৌধুরী মাঠে শুরু হয়েছে। রাইখালী ইউনিয়নের বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের আয়োজনে এই টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সালাউদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন, ৩২১নং রাইখালী মৌজার হেডম্যান উসিংথোয়াই চৌধুরী বাবলু, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুব্রত বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুইচাপ্রু মারমা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাপ্পী বড়ুয়া। জুমপাড়া একাদশ ও রঞ্জিত স্মৃতি সংঘের মধ্যকার উদ্বোধনী খেলাটি ১-১ গোলে ড্র হয়।