কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় আ.লীগের নির্বাচনী অফিস উদ্বোধন

39

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নাধীন বারঘোনা সিনেমা হল এলাকায় আওয়ামী লীগ দলীয় নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে শনিবার সন্ধ্যায়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে নির্বাচনী অফিস উদ্বোধন করেন। অফিস উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে। এতে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক, জেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক মো. হানিফ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ ভূঁইয়া, আ.লীগ নেতা মফিজুল ইসলাম, আকতার হোসেন মিলন, আরশাদ আলী এরশাদ, মো. হানিফ বাবুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফজলুল কাদের মানিক, যুবলীগ নেতা তানভীর আহমেদ, ছাত্রলীগ নেতা নুরুল আলম, মফিজুল ইসলাম সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাঙামাটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারকে জয়যুক্ত করতে তৃণমূলের সকল নেতাকর্মী, সমর্থকদের একযোগে ঝাঁপিয়ে পড়তে হবে।-