কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

1

কাপ্তাই প্রতিনিধি

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার হোটেল প্যারাডাইস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল ও কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসাইন, কাপ্তাই উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন, রাঙামাটি জেলা পরিষদ প্রতিনিধি মংসিনু মারমা, সমাজসেবক মহিউদ্দীন জুয়েল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ করা জরুরি। নারী ও কন্যার প্রতি নির্যাতন কেবল নারীকেন্দ্রিক ইস্যু নয়, এটি একটি সামাজিক ইস্যু। পুরো সমাজ ব্যবস্থায় নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের কারণে সৃষ্ট নেতিবাচক প্রতিক্রিয়ার মুখোমুখি হয়, তাই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। সে সঙ্গে তরুণ সমাজকে এ ধরনের সহিংসতা বন্ধে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলার গণমাধ্যমকর্মী, সমাজসেবক, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।