কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই থানা পুলিশ গত শনিবার সন্ধ্যায় চোলাই মদসহ ৩জনকে আটক করেছে । এসময় মদ পাচার কাজে ব্যবহৃত মোটর সাইকেলও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. মাসুদের নির্দেশে এসআই মো. দেলোয়ার হোসাইন, এএসআই রবিউল আলম, এএসআই মো. আলাউদ্দিন ও সঙ্গীয় ফোর্স গত শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় থানা সংলগ্ন শীলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের শীলছড়ি ভেলুয়া পাড়ার লিচুবাগান সড়কের কালভাটের উপর থেকে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ পংকজ দত্ত (৪৩), পিতা মৃত রনজিত দত্ত, ইমাম উল্লাহর চর, সারোয়াতলী, বোয়ালখালী, বিমল মজুমদার(৪৩), পিতা শিব হরি মজুমদার, রাইখালী বাজার, চন্দ্রঘোনা, রাঙামাটি এবং জুয়েল দাশ (৪১), পিতা প্রিয়তোষ দাশ, বিদগ্রাম, পোপাদিয়া, বোয়ালখালী, চট্টগ্রামকে আটক করা হয়। এসময় মদ পাচার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গতকাল রবিবার সকালে তাদের রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে থানার ওসি জানিয়েছেন।