কাপ্তাইয়ে অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

2

কাপ্তাই প্রতিনিধি

অল্পের জন্য প্রাণে রক্ষা পেল নৌকার মাঝি আবু তাহেরের ৫ সদস্যের পরিবার। বন্যহাতি রাতের বেলা লোকালয়ে এসে ঘরের ভিতর ঢুকে পড়ে। হাতিটি ঘরের আসবাবপত্র তছনছ করলেও প্রাণে রক্ষা পায় পরিবারটি। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত ৮টায় কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ মুসলিম পাড়ায়। এসময় একটি বন্যহাতি পিছন দিয়ে মাঝি তাহেরের ঘরে প্রবেশ করে ঘর এবং আসবাবপত্র ভেঙে সামনের দরজা দিয়ে বেরিয়ে যায়। হাতির আগমন টের পেয়ে ঘরে থাকা পাঁচজন সদস্য দ্রæত বের হয়ে অন্যত্র আশ্রয় নেয়। অল্পের জন্য তারা সকলে প্রাণে রক্ষা পায়।
ঘরের মালিক নৌকার মাঝি আবু তাহের জানান, হঠাৎ করে একটি হাতি পিছন দিক দিয়ে ঘরে ঢুকে সব ভেঙে সামনের দিক দিয়ে বেরিয়ে যায়। এসময় তার পরিবারের ৫ জন সদস্য দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায়। তিনি বলেন, হাতি আমার ঘর এবং আসবাবপত্র সব ভেঙে তছনছ করে দিয়েছে। আমি এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছি।
চিৎমরম ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, হাতির আক্রমণ থেকে পরিবারের সকলে প্রাণে রক্ষা পেয়েছে। অসহায় গরীব ঘাট মাঝির ঘর ও আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় দু’লক্ষাধিক টাকা হবে। তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। এ বিষয়ে রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী সদর সহকারী বন সংরক্ষক আবু কাউসার (রেঞ্জ ট্রেনিং) জানান, আমরা রাতে খবর পেয়েছি। বিট অফিসার ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজ নিবে।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিনিয়ত বন্যহাতি এসে আমাদের প্রায়সময় ক্ষতি করছে। আমরা সবসময় বন্য হাতিয়ার আক্রমণের আতংকে দিনযাপন করছি।
প্রসঙ্গত, বিগত কয়েকমাস যাবৎ খাদ্যের অভাবে বন্যহাতির দল কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে লোকালয়ে এসে আক্রমণ চালাচ্ছে। এতে স্থানীয় মানুষের জানমালের ব্যাপক ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।