কাপাসগোলা ইপিআই জোনের অধীন ৮নং শুলকবহর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীদের ও ১০-১৪ বৎসর বয়সী কিশোরীদের (বিদ্যালয় বহির্ভূত) মাসব্যাপী চলমান এইচপিভি (জরায়ুমুখ ক্যান্সার) টিকাদান ক্যাম্পেইনের শেষ পর্যায়ে জালালাবাদস্থ কাঁঠাল বাগান, খুলশী কলোনিসহ বিভিন্ন বস্তিতে ১ ডোজ জরায়ুমুখ ক্যান্সারের টিকা প্রদান করা হয়। গত ২৭ নভেম্বর টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন চসিক সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন কুমার চক্রবর্তী, ইপিআই টেকনিশিয়ান মৃনাল দাশ, আশুতোষ আচার্য্য, অসীম দে ও ইমেজ নাসিরাবাদ ক্লিনিকের প্যারামেডিক উজ্জলা, রূপনা ও সার্ভিস প্রমোটর বরুণ কুমার আচার্য বলাই। বিজ্ঞপ্তি