কানুনগোপাড়া ড. বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ

2

বোয়ালখালীর কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ২৯ জুন সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সরূপ দাশের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিক পারভীন আকতার, চিত্রা বড়ুয়া, স্নিগ্ধা নন্দী, অভিভাবক উজ্জ্বল মুৎসুদ্দী, শুভংকর দে বিশু, দিপ্তী দেবনাথ, ছাত্র অর্ণব দেবনাথ, তাউসিবুল আলম ইমন, মো. সালোকন চৌধুরী ও অপূর্ব মুৎসুদ্দী প্রমুখ। প্রধান অতিথি বলেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই শিক্ষার কোন বিকল্প নেই। সভাপতির বক্তব্যে কামাল উদ্দিন বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের আরো সচেতন হতে হবে এবং ছাত্রদের নিয়মিত ক্লাশ নির্ভর করা একান্ত প্রয়োজন তিনি মত প্রকাশ করেন। বিজ্ঞপ্তি