কানাডার সব শিখ খালিস্তানের সমর্থক নন: ট্রুডো

2

 

কানাডায় খালিস্তান সমর্থকদের উপস্থিতির কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে তিনি এও বলেছেন, তারা সামগ্রিকভাবে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না। খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকান্ড নিয়ে ভারতের সঙ্গে চলমান ক‚টনৈতিক বিরোধের মধ্যে সম্প্রতি অটোয়ার পার্লামেন্ট হিলে দীপাবলি উদযাপনের সময় তিনি এ মন্তব্য করেন। ট্রুডো বলেন, “কানাডায় খালিস্তান সমর্থক অনেকে থাকলেও তারা যেমন সামগ্রিকভাবে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না; তেমনভাবে কানাডায় প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদী সরকারের সমর্থক থাকলেও তারা সব কানাডীয় হিন্দুর প্রতিনিধিত্ব করেন না।”
দ্য হিন্দু লিখেছে, গত বছর কানাডার মাটিতে নিজ্জর হত্যাকান্ডে ভারতীয় এজেন্টদের ‘সম্ভাব্য’ জড়িত থাকার বিষয়ে গেল সেপ্টেম্বরে ট্রুডো অভিযোগ করার পর দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয়।
অটোয়ার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার পর ছয় কানাডিয়ান ক‚টনীতিককে বহিষ্কার করেছে ভারত। সেই সঙ্গে হাই কমিশনার সঞ্জয় ভার্মাসহ ‘নিশানায়’ থাকা কর্মকর্তাদের ভারত প্রত্যাহার করেছে। ভারত বরাবরই বলে আসছে, কানাডার মাটি থেকে খালিস্তানপন্থি কর্মকান্ড পরিচালনায় অটোয়ার দায়মুক্তি দেওয়া নিয়েই তাদের আপত্তি। গত সপ্তাহে খালিস্তানি সমর্থকরা ব্রাম্পটনে হিন্দু সভা মন্দির এবং ভারতীয় কনস্যুলেটের যৌথ আয়োজনে একটি কনস্যুলার অনুষ্ঠানে বাধ সাধে।