কাতার বিশ্বকাপে অফসাইড প্রযুক্তি

13

আর্সেনালের সাবেক কোচ এবং ফুটবলবোদ্ধা আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপেই অফসাইড কল প্রযুক্তি ব্যবহারের জন্য প্রস্তুত ফিফা। ফিফা সম্পূর্ণভাবে এই প্রযুক্তি ব্যবহারের জন্য প্রস্তুত বলেই মনে করছেন ওয়েঙ্গার। তিনি ফিফার এমন সিদ্ধান্তে বেশ সমর্থনও জানিয়েছেন।
ফিফার নীতিনির্ধারক আইএফএএবি গত মাসে জানিয়েছে যে, তারা অফসাইডের নিয়ম নীতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। এরপর তারা প্রস্তুতিমূলকভাবে অটোমেটিক অফসাইড কল প্রযুক্তির ব্যবহার করবে। এই প্রযুক্তির ফলে অবশ্য সেমি অটোমেটিক প্রযুক্তি গুলোর ব্যবহারে সময় আরও কম প্রয়োজন হবে। যেমন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি’তে যে অতিরিক্ত সময় নষ্ট হত তা কমে আসবে। এই প্রযুক্তি সরাসরি রেফারির অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দিবে যদি খেলার মধ্যে কোনো অফসাইডের ঘটনা ঘটে।