বিশ্বব্যাপী মরণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে নগরীর দক্ষিণ কাট্টলীতে সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদ্যাপন পরিষদের এক প্রার্থনা সভা গত ২২ মার্চ রবিবার সকালে সংগঠনের সভাপতি অনিল কান্তি নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিস্থিতিতে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে আজ বারুণী স্নান স্থগিত করে ঐতিহ্যবাহী রাণী রাসমণি ঘাটে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। সভায় বিশ্বব্যাপী মানুষ করোনা ভাইরাস থেকে যাতে মুক্তি লাভ করতে পারে তার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।
পরিষদের সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা বাবুল দেবনাথ, ডা. ননী গোপাল দাশ, পুলিন চন্দ্র দাশ, পরিষদের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র ধর, সদানন্দ ভট্টাচার্য্য, সুনীল বরণ দাশ, কালীপদ সরকার, অলোক নাথ চৌধুরী, কান্তলাল দাশ, ডা. বিজন কান্তি নাথ, লিটন চন্দ্র দাশ, বিকাশ মজুমদার, দিলীপ কুমার দাশ, তরুণ দাশ, জগদীশ চন্দ্র দাশ (জগৎ), উদয়ন কান্তি নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি