কাট্টলীর বিভিন্ন এলাকা পরিদর্শনে আমির খসরু

1

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আই বøক, জি বøক, এইচ বøক, হাউজিংসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। গত শুক্রবার বিকেলে তিনি এই পরিদর্শন করেন। এ সময় অসুস্থ বিএনপি নেতা রফিকুল মাওলা ও মো. শফিকে দেখতে তাদের বাড়িতে যান তিনি। সেখান থেকে সদ্য চিকিৎসা করে বাসায় ফেরা মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহব্বায়ক শফিকুর রহমান স্বপন, শাহ আলম, মঞ্জুর আলম, বিএনপি নেতা আবু জহুর, মোহাম্মদ সাইফুল, শফিউল্লাহ, নূর সেলিম বাঙালিসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সরাইপাড়া মৌসুমী আবাসিক এলাকা পরিদর্শন করেন আমির খসরু। সেখানে তিনি যুবদল নেতা ইকবালের অসুস্থ পিতাকে দেখতে যান এবং তার শারীরিক খোঁজখবর নেন।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী বাবুল হক, দিদারুর রহমান সুমনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
এর আগে নগরের উত্তর পাঠানটুলি ওয়ার্ডের সুপারিওয়ালা পাড়ায় ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম বাদশা মিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি মরহুম বাদশা মিয়ার অবদানের কথা উল্লেখ করে বলেন, বাদশা মিয়া ছিলেন একজন দক্ষ সংগঠক, সাহসী নেতা। আন্দোলন সংগ্রামে ও সামাজিক কর্মকান্ডে তার অবদান নেতাকর্মীরা ও এলাকাবাসী দীর্ঘদিন মনে রাখবে। তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। আমির খসরু শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক এসএম সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি