কাটিরহাট উচ্চ বিদ্যালয় এলামনাইর আত্মপ্রকাশ

121

হাটহাজারী কাটিরহাট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান গত ২০ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মীর মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ চৌধুরী’র সভাপতিত্বে কাটিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার খরচ জোগাতে হবে বিত্তবানদেরকে। বক্তারা বলেন, জাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানের খরচ বাঁচিয়ে ওই টাকা দিয়ে অসচ্ছল গরিব শিক্ষার্থীদের পড়াশোনার জিম্মাদারি নিতে পারে। এতে সরাসরি উপকৃত হবে গরীব শিক্ষার্থীরা। ‘আড়ম্বর অনুষ্ঠান নয়, একেকটি গরিব পরিবারের সন্তানের পড়াশোনার দায়িত্ব নিন’-এই হোক এলামনাই এসোসিয়েশনের মূল প্রতিপাদ্য। মুহাম্মদ মুনিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মুহাম্মদ আবু শামীম চৌধুরী, মুহাম্মদ আলী আবরাহা দুলাল, মুহাম্মদ রেজোয়ান নুর সিদ্দিকী উজ্জ্বল, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মুহাম্মদ আজিজুল হক চৌধুরী, মুহাম্মদ সাইফুল্লাহ চৌধুরী মুরাদ, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ আবুল হাসেম, মুহাম্মদ এরশাদুল আলম চৌধুরী, মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, এস.এম এরশাদ হোসেন, মুহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, মুহাম্মদ বখতেয়ার হোসেন, মুহাম্মদ গোলাম কাদের জিলানী, মুহাম্মদ জসিম উদ্দীন জালাল, মুহাম্মদ আবুল মনছুর চৌধুরী, মুহাম্মদ কুতুব উদ্দিন, ডাঃ বাদল কান্তি দত্ত, মুহাম্মদ আজিম উল্লাহ চৌধুরী, মুহাম্মদ শাহেদ মিয়া, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ খোরশেদুল আলম, মুহাম্মদ কলিম উল্লাহ, মুহাম্মদ শিব্বীর ওসমান চৌধুরী, মুহাম্মদ আলী, মুহাম্মদ কপিল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ শাহ্ আলম, কাজী মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ জামাল উদ্দিন, কাজী মুহাম্মদ আব্দুল জহুর চৌধুরী, এস এম মোশারফ হোসেন মিটু, রাজিব কুমার দে, বাবুল চন্দ্র শীল, কাজী মুহাম্মদ রেজাউল হায়াত, মুহাম্মদ কামাল উদ্দীন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মীর মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ চৌধুরী সভাপতি, মুহাম্মদ আবু শামীম চৌধুরী, মুহাম্মদ আলী আবরাহা দুলাল, মুহাম্মদ রেজোয়ান নুর সিদ্দিকী উজ্জ্বল সহ-সভাপতি, মুহাম্মদ মুনিরুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী যুগ্ম সাধারণ সম্পাদক, মুহাম্মদ আজিজুল হক চৌধুরী সহ-সাধারণ সম্পাদক, মুহাম্মদ সাইফুল্লাহ চৌধুরী মুরাদ অর্থ সম্পাদক, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ নুরুল আবছার সহ-অর্থ সম্পাদক, মুহাম্মদ আবুল হাসেম সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট ২০১৮-২০২০ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। খবর বিজ্ঞপ্তির