চট্টগ্রাম মহানগরীতে বসবাসকারী কাঞ্চনা সমিতি-চট্টগ্রাম এর আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা নগরীর নাসিরাবাদ বায়েজিদ বোস্তামী সড়কস্থ একটি কনভেনশন সেন্টারে গত ১৩ মার্চ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক প্রকৌশলী মুক্তিযোদ্ধা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক হারাধন নাগ। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. আসাদুল্লাহ, অধ্যাপক অশ্রুবিজয় নন্দী, অধ্যাপক ডা. রিদওয়ান উর রহমান, অধ্যাপক ডা. আবদুল কাদের, ব্যাংকার মো. ইসহাক চৌধুরী, সাবেক সিডিএ কর্মকর্তা আ.ফ. মো. ওসমান গণি, মৌলানা আবদুল হামিদ, সমাজসেবক জয়নাল আবেদীন কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী নুরুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য ব্যবসায়ী আবদুল মাবুদ চৌধুরী, সমাজসেবক রূপ কুমার নন্দী (খোকন)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মুক্তিযোদ্ধা প্রকৌশলী হারুন-উর-রশীদ, বিজয় নন্দী (সাগর), দোদুল চৌধুরী, মো. ইউনুস প্রমুখ। শেষে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন কাঞ্চনা গ্রামের বেতার ও টিভি শিল্পী ইশরাত জাহান মিশু, ধীমান নন্দী ও সৈকত দত্ত। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সংগঠনের বিশেষ সাময়িকী ‘স¤প্রীতি’ এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরতে এই সংগঠন মূখ্য ভূমিকা রাখবে। এই সংগঠনের ফলে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল শ্রেণীর মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির ভাব তৈরি হবে। চট্টগ্রাম শহরে বসবাসকারী অনুষ্ঠানে উপস্থিত কাঞ্চনা গ্রামের বিশিষ্টজনেরা গ্রামের বিভিন্ন স্মৃতি নিয়ে অনুভূতি ব্যক্ত করেন এবং সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি