নিজস্ব প্রতিবেদক
নগরীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হচ্ছে আজ। মেলা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। নগরীর কাজীর দেউড়ির পরিত্যক্ত শিশু পার্কের জায়গায় জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় হচ্ছে এ মেলা।
জানা গেছে, দেশব্যপী বিজয় মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিভিন্ন কারণে গত বছর মেলা হয়নি। এ নিয়ে ক্রেতা-বিক্রেতাসহ দর্শনার্থীদের মাঝে ক্ষোভ ছিল। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুনরায় মেলা শুরু হওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতরা।
‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’- এ স্লোগানে বিজয়ের মাস ডিসেম্বরে ৬ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ফরিদা খানম।
মেলার থাকছে কথামালা, নাচ, গান, নাটকসহ নান সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে জুলাই অভ্যুত্থানের গল্পগাথা, চিত্রাংকন, চলচ্চিত্র ও চিত্র প্রদশর্নীসহ নানা আয়োজন।
জানা গেছে, মুক্তিযুদ্ধে বিজয়ের স্মরণে ১৯৮৯ সালে চট্টগ্রামে প্রথম এ মেলার সূচনা হয়। এ উদ্যোগের পর সারাদেশে জেলা-উপজেলায় এ মেলা ছড়িয়ে পড়ে। এবার সারাদেশে মর্যাদাপূর্ণভাবে ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলার কার্যক্রম জানতে গতকাল শিশু পার্কের জায়গায় গিয়ে দেখা যায়, বরাদ্দকৃত কয়েকশ স্টলে হরেক-রকম পণ্য নিয়ে স্টল সাজিয়েছেন বিক্রেতারা। হরেক রকম আচার, গ্রোসারি, জুয়েলারি, শীতকালীন কাপড়ের বিভিন্ন পণ্য তোলা হয়েছে।
কয়েকজন দোকানি জানান, গত বছর মেলা বন্ধ ছিল। এবারের মেলা রাস্তার খুব কাছে হওয়ায় অন্য যেকোনো বছরের চেয়ে এবার জমজমাট হবে আশা করছি। তাছাড়া, এবার মানসম্মত স্টল বরাদ্দ দিয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে পণ্যসামগ্রী নিয়ে ব্যবসায়ীরা এসেছেন মেলায়।