রাউজানের বিশিষ্ট আলেমেদ্বীন হযরতুলহাজ আল্লামা রহুল আমিন (রহ.)’র বার্ষিক ওরশ মাহফিল গত শনিবার উপজেলার কাগতিয়া গোলজারপাড়া বায়তুসছালাম জামে মসজিদ মাঠে জাগ্রনী যুব সংঘের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা শায়ের তারেক আবেদীন আল-কাদেরী। বিশেষ অতিথি ছিলেন মাহাতিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ নঈমী, আনোয়ারা থানার মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান আলকাদেরী, মাওলানা লোকমান ইসলাম। কাগতিয়া যুব জাগ্রনী সংঘের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন সমাজ সেবক মঞ্জুর মোরশেদ খশরু, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, মো. ইমতিয়াজ, আবদুল লতিফ, মো.আলমগীর, নুর মিয়া, ইলিয়াছ মিয়া, জামাল উদ্দিন, মোক্তার হোসেন, মো. মিঠু, মো. জিসান ও নঈম।