কাগতিয়া দরবারে ঈছালে ছাওয়াব মাহফিল আজ

1

চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে আজ ২৭ জানুয়ারি (সোমবার) দিন-রাতব্যাপী ৭২তম পবিত্র মিরাজুন্নবী (দ.) মাহফিল এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজমের (র.) বেছাল শরীফ স্মরণে সালানা ওরছে উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য এখানে গরু, মহিষ, ছাগল, টাকা-পয়সা, নজর-নেওয়াজ ইত্যাদি কোন কিছুই না আনার জন্য মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের পক্ষে অনুরোধ করা গেল। বরকতময় এ মাহফিলে ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল। বিজ্ঞপ্তি