ফটিকছড়ি প্রতিনিধি
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির জোনায়েদ বাবুনগরীর (রহ.) জীবন, কর্ম ও অবদান নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা কাউন্সিলের পাশাপাশি এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গত রবিবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে হাফেজ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে এবং মাওলানা জুনাঈদ জাওহর ও মুফতি আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী। এতে প্রধান বক্তা ছিলেন মাওলানা জুনায়েদ বিন জালাল। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো. সলিমুল্লাহ, মাওলানা মো. মাহফুজ, মাওলানা মো. সালাউদ্দিন, মাওলানা মো. আবু তালেব, মাওলানা এরশাদ বিন জালাল, হাফেজ মো. রশিদ, হাফেজ জহুর ইসলাম, হাফেজ মো. শোয়াইবসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সকালের মতামতের ভিত্তিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার কাউন্সিল অধিবেশনে মাওলানা ফওজুল হককে সভাপতি, মাওলানা জুনাঈদ জাওহরকে সাধারণ সম্পাদক, মাওলানা ইরফান কাদেরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।