কাউন্সিলর কফিল উদ্দিনের ত্রাণ বিতরণ

46

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন খেটে খাওয়া দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগরীর পাঁচলাইশ ৩নং ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত ১ এপ্রিল (বুধবার) পাঁচলাইশ ওয়ার্ডের দরিদ্র ও অসহায় এবং ফুটপাতের শ্রমজীবীদের মানুষের মাঝে চাল ৫ কেজি, মশুর ডাল ১ কেজি, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, সাবান, মাস্ক ইত্যাদি তুলে দেন কাউন্সিলর কফিল উদ্দিন খান। এসময় তিনি বলেন, সমাজের সকল বিত্তবানদের এভাবে এগিয়ে এসে এসকল শ্রমজীবী অসহায় মানুষদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। যে যার অবস্থানে থেকে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিলে কর্মহীন খেটে খাওয়া মানুষগুলো অনাহারে অর্ধাহারে থাকবে না। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর সর্দার, এসএম রিদুয়ান, মো. আলমগীর, শাহাজাহান মুন্সী, আইয়ুব আলী রুবেল, সেলিম উদ্দিন, মোহাম্মদ জাহেদ, মাহবুব আলম, সুমন দেবনাথ, পন্ডিত অরূপ আচার্য্য, গোপাল আচার্য্য, প্রমুখ। বিজ্ঞপ্তি