২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের দলীয় কাউন্সিলর পদপ্রার্থী ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সলিম উল্লাহ বাচ্চুর সমর্থনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা প্রার্থীর বাটালী রোডস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শের মোহাম্মদ এর সভাপতিত্বে এবং যুবনেতা আশীষ নন্দীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাবু চন্দন ধর। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য ইসমাইল মনু ও এড. শ্রীপতি পাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. ইদ্রিস, ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদকমন্ডলীর সদস্য বিপু ঘোষ বিলু, সাজ্জাদুর রহমান, বজল আহম্মদ, সরোয়ার জাহান সারু, শাহাব উদ্দিন আহমদ, সুজিত ঘোষ, সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শাহজাহান চৌধুরী, সঞ্চয় ভৌমিক কংকন, শিবু প্রসাদ চৌধুরী, রাজীব দত্ত রিংকু, পংকজ রায়, এস.কে জাহাঙ্গীর, সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি চন্দন ধর বলেন, চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের কোন বিকল্প নেই। তিনি জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. সলিম উল্লাহ বাচ্চু এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ এর পক্ষ থেকে নির্বাচনী প্রচার-প্রচারনা কার্যক্রম জোরদার করার পাশাপাশি সরকারের অভূতপূর্ব উন্নয়ন চিত্রও ভোটারদের কাছে তুলে ধরার আহব্বান জানান। কাউন্সিলর প্রার্থী বাচ্চু গত মেয়াদে এই ওয়ার্ডের যে উন্নয়ন হয়েছে তার বর্ণনা তুলে ধরে আবারও তাঁকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে এনায়েত বাজার’কে আদর্শ ও হেলদি ওয়ার্ডে পরিণত করার জন্য এলাকাবাসীর সহযোগিতা ও রায় কামনা করেন। এর আগে সংগঠনের সভাপতি শের মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন এবং এ উপলক্ষে স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা রাশেদুল আলম দোয়া মাহফিল পরিচালনা করেন। বিজ্ঞপ্তি