রাঙ্গামাটিতে প্রশাসন যখন সুষ্ঠু নির্বাচন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে তা দেখে অবৈধ অস্ত্রধারীদের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদার। তিনি বলেন, ২০১৪ সাল আর ২০১৮ সাল এই দুটোর মাঝে ব্যাপক ব্যবধান। প্রশাসন নিরাপত্তা দিবে ভোটারদের আর ভোটারা এবার অবৈধ অস্ত্রধারী ও পার্বত্য চুক্তি বিরোধীদের ব্যালটের মাধ্যমে জবাব দেবেন বলে তিনি মন্তব্য করেন। কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিভিন্ন পথ সভা ও বিএনপি- জেএসএস থেকে আওয়ামী লীগে যোগদান সভায় দীপংকর তালুকদার এ সকল কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি রুহুল আমিন, মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম চৌধুরী, কাউখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এরশাদ সরকার, রাঙামাটি শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, রাঙামাটি জেলা তাঁতী লীগের আহবায়ক মং উচিং মারমা (ময়না), রাঙামাটি জেলা স্বেচ্ছাসেক রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার উপ সম্পাদক মং সাইং উ মারমা (অর্জুন), জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা লেখিকা চাকমা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।