পূর্বদেশ ডেস্ক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে স্থাপন করা কাঁটাতারের বেড়ায় এবার বাঁশের বাতা বেঁধে দিয়েছে বিএসএফ। তবে বিজিবির আপত্তির এক পর্যায়ে কাজ বন্ধ রেখে চলে যান বিএসএফ সদস্যরা। ঘটনার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এর আগে মঙ্গলবার উপজেলার দহগ্রাম ইউনিয়নের হাঁড়ি পাড়া সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে বলে জানান রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. জামিল। খবর বিডিনিউজের।
সম্প্রতি বিজিবি ও বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, সীমান্তে দুই দেশ আপাতত কোনও ধরনের নির্মাণ কাজ করবে না। ছড়িয়ে পড়া এক মিনিট ৫১ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, বিজিবির একজন জওয়ান বার বার এ কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও, তা উপেক্ষা করে তর্ক করেন বিএসএফের এক সদস্য। এ সময় বিএসএফের এক সদস্য হিন্দিতে বলেন, আমরা কাজ করব, তোমার যা করার তুমি কর।
তিনি আরও বলেন, আমরা কাজ করতেছি না, ভারতীয় পাবলিক ওই বাঁশের বেড়া দিচ্ছে।
এর আগে ১০ জানুয়ারি বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার (ডিএএমপি) ৮/৪১ নম্বর পিলার লাগোয়া ভারতের অভ্যন্তরে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করেন কিছু শ্রমিক। খবর পেয়ে তাৎক্ষণিক রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহলদল সেখানে গিয়ে নির্মাণ কাজে বাধা দেয়। বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি তীব্র প্রতিবাদ জানায়।
এক পর্যায়ে বিজিবি টহল দলের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে চলে যান।
বিজিবির পানবাড়ি ক্যাম্পের সুবেদার জামিল বলেন, বিষয়টি নজরে এনেছি এবং প্রতিবাদ জানিয়েছি। আপাতত কাজ বন্ধ রয়েছে, তবে আমরা সতর্ক আছি।