বিজেএমইএ পরিচালক নির্বাচিত হওয়ায় সাবেক সভাপতি সাইফ উল্ল্যাহ মানসুরকে সংবর্ধনা দিয়েছে কল্লোল সংঘ। গতকাল ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত অনাডম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি নওশেদ সরওয়ার পিল্টু, পরিচালনা করেন সালাউদ্দিন জাহেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাবেক নির্বাহী সদস্য ও কাউন্সিলর নাসির মিঞা। ক্লাবের পক্ষে সাইফ উল্ল্যাহ মানসুরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব কোষাধ্যক্ষ মাহবুব আলম রাজিব, সদস্য মনজুর আলম, ইমরান উদ্দীন কায়সার শুভ প্রমুখ। প্রসঙ্গত. সাইফ উল্ল্যাহ মানসুর কল্লোল সংঘের উপদেষ্টা ও সাবেক সভাপতি।-বিজ্ঞপ্তি