কলাউজান মদিনাতুল উলুম মহিলা মাদরাসার দ্বিতল ভবনের উদ্বোধন

1

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া মধ্য কলাউজান মদিনাতুল উলুম মহিলা দাখিল মাদরাসা হেফজখানা ও এতিমখানার দৃষ্টিনন্দন দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ এপ্রিল সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করেন ভবনের প্রধান পৃষ্ঠপোষক, সৌদি প্রবাসী আব্দুস সালাম। এরপর মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে মাদরাসার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- মাদরাসার সুপার মাওলানা নুরুল ইসলাম। তরুণ শিক্ষাবিদ মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কাশেম, মাওলানা ফরিদুর ইসলাম, মাস্টার আবদুস সাত্তার বিশেষ মেহমানের বক্তব্য রাখেন। এছাড়াও মাদরাসা কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।