লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য আসহাব উদ্দিন চৌধুরী বলেছেন, সর্বস্তরে আইনের শাসন, মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাÐ ও অমানবিক নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভূক্তিমূলক, বৈষম্যহীন ও স¤প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার। সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে বিএনপি।
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার কলাউজান ইউনিয়নের ৭, ৮ ও ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলাউজান ইউনিয়ন বিএনপির আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মিয়া মো. রফিকের পরিচালনায় কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল আলম, এডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী, ডা. সৈয়দ মো. মহিউদ্দিন, কলাউজান ইউনিয়ন বিএনপি নেতা আবদুস সাত্তার, মকবুল আহমদ মেম্বার, নাজিম উদ্দিন, আব্বাস উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ইসফাক উদ্দিন চৌধুরী ইভু, দিদারুল আলম, গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, মো. ইকবাল, মো. মহিউদ্দিন, ডা. মো. জাবেদ শহিদুল্লাহ চৌধুরী ও আরিফুল ইসলাম বাবর প্রমুখ।