পশ্চিমবঙ্গে বিজেপির রথ যাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে অনুমতি পাওয়ার একদিন পরেই তা আটকে দিয়েছে ডিভিশন বেঞ্চ। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রথ যাত্রায় স্থগিতাদেশ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর একক বেঞ্চ বিজেপিকে শর্ত সাপেক্ষে রথ যাত্রার অনুমতি দিয়েছিল। ওই দিন রাতেই ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার। শুক্রবার সকালে প্রধান বিচারপতি দেবাশিষ করগুপ্ত ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে আবেদন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দুপুর ১২টার দিকে সাড়ে তিন ঘণ্টার শুনানি শেষে একক বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেন বিচারপতিরা।
এই রায়ের পর বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলিপ ঘোষ জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করে রথ যাত্রার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার বিজেপিকে রথ যাত্রার অনুমতি একক বেঞ্চের বিচারপতি বলেছিলেন, রথ যাত্রার সময় যাতে শান্তি বিনষ্ট না হয় সে দিকে খেয়াল রাখতে হবে বিজেপিকে। কোনও বিশৃঙ্খলা হলে দায় বিজেপিকে বহন করতে হবে। কোনও জেলায় রথ যাত্রা প্রবেশের ১২ ঘণ্টা আগে তা পুলিশ প্রশাসনকে জানাতে হবে।
বিচারপতি রাজ্য সরকারের সমালোচনাও করেন। বলেন, রথ যাত্রার জন্য বিজেপি ২৯ অক্টোবর আবেদন জানিয়েছিল। অথচ ৬ ডিসেম্বর আদালতে মামলা দায়েরের পর গোয়েন্দা রিপোর্ট চাওয়া হয়। একেবারেই যান্ত্রিকভাবে রথ যাত্রায় আপত্তি জানানো হয়েছিল, যৌক্তিকভাবে নয়।