কলকাতার মেন্টর হচ্ছেন সাঙ্গাকারা!

2

আইপিএলে বর্তমানে রাজস্থান রয়্যালসের হেড কোচ ও ডিরেক্টর অব ক্রিকেট পদে আছেন কুমার সাঙ্গাকারা। তবে আসন্ন আসরে দল বদলাতে পারেন এই লঙ্কান কোচ। তার নতুন ঠিকানা হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ইতোমধ্যেই দলটির মেন্টর হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি, এমনটাই বলছে ভারতের গণমাধ্যম।
চলতি বছরেই হবে আইপিএলের মেগা নিলাম। সেই মেগা নিলামকে সামনে রেখে দলগুলোর চোখ সব তারকা এবং তরুণ উঠতি ক্রিকেটারদের দিকে। কোনও দলের চোখ কোচিং স্টাফের দিকে। ইতোমধ্যেই জানা গেছে, আগামী আসর থেকে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হেড কোচ হতে যাচ্ছেন ভারতীয় জাতীয় দলের সাবেক কোচ রাহুল দ্রাবিড়।