আগ্রাবাদ বহুতলা কলোনি কলকাকলি উচ্চ বিদ্যালয়ে ১৯৯৫ হতে ২০২৪ সাল পর্যন্ত এসএসসি ব্যাচ এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদ্্যাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অফলাইন এবং অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। গত ২২ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়। রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রাক্তন সহপাঠীদের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। পাশাপাশি পুনর্মিলনীর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুকদের অডিশন আয়োজন করা হয়।
রেজিস্ট্রেশন এবং অডিশনে অংশ নিতে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রতিষ্ঠিত শিল্পী, সরকারি-বেসরকারি চাকরিরত অনেকে। দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান হবে আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার। অনুষ্ঠানে স্মৃতিচারণ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের অ্যাসেম্বলি, ক্লাস, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ প্রীতিভোজের আয়োজন থাকবে। বিজ্ঞপ্তি