কর্মশালায় বক্তারা চুনতি অভয়ারণ্যকে রক্ষা করতে হবে

1

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে চুনতী বনাঞ্চলের বন পুনরুদ্ধার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে সকালে উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস এর প্রফেসর ড. কামাল হোসাইন। কর্মশালায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগের বন কর্মকর্তা আবু নাসের মুহাম্মদ ইয়াসিন নেওয়াজ, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান, চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা মারুফ হোসেন, চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউট এর রিসার্চ অফিসার জিমি রায় ও এস এম রাকিবুল জুবায়ের, গবেষণা কর্মকর্তা গোলাম মোস্তফা চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, বরইতলী ইউপির চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী, সাংবাদিক কাইছার হামিদ, সাংবাদিক রায়হান সিকদার, সাংবাদিক জাহেদুল ইসলাম ও সাংবাদিক সেলিম উদ্দিনসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকে বক্তব্য দেন।
কর্মশালায় বক্তারা জানান, অবৈধভাবে দখল হওয়া চুনতি বনাঞ্চল দ্রুত দখলমুক্ত করে দেশিয় ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে বনাঞ্চল সৃষ্টির মাধ্যমে বন্যপ্রাণীর নিরাপদ অভয়ারণ্য তৈরি করার উপর গুরুত্ব বাড়াতে হবে। কোনভাবেই বন বিভাগের জায়গা দখল করতে দেওয়া যাবে না। বনের জায়গা রক্ষা করা সকলের দায়িত্ব ও কর্তব্য। কর্মশালায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, চুনতি বন্যপ্রাণী ও চুনতি রেঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারি, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস এর প্রফেসর ড. কামাল হোসাইন কর্তৃক গবেষণামূলক বই বিতরণ করা হয়।