নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করেছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে স্থবির হয়ে পড়েছে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কাস্টমস কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।
কাস্টমস সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির আওতায় চট্টগ্রাম কাস্টমসে কর্মবিরতি চলছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। আগামী শনিবারও বিকাল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। এর আগে গত বুধবার দুুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের তথ্যমতে, প্রতিদিন গড়ে প্রায় ৭ হাজার বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয়। এর মধ্যে- আমদানির প্রায় ২ হাজার ও রপ্তানির প্রায় ৫ হাজার। তবে কর্মবিরতির কারণে কোনো কার্যক্রমই চলছে না।
চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক দ্বিতীয় সহ সম্পাদক মো. মোরশেদুল আলম বলেন, কাস্টমসে বৃহস্পতিবার ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।
আগামী শনিবারও নাকি ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। তিনি বলেন, কর্মবিরতির কারণে আমরা কোন ধরনের কাজ করতে পারছি না। এজন্য ডেমারেজ দিতে হচ্ছে আমদানিকারকদের। যা দিন শেষে ভোক্তাদের ওপর পড়ছে।
এ প্রসঙ্গে জানতে চট্টগ্রাম কাস্টম হাউজের মুখপাত্র ও উপকমিশনার সাইদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি।