কর্ণফুলী প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কর্ণফুলী উপজেলায় কয়েক দিন ধরে টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এতে উপজেলার চরপাথরঘাটা, শিকলবাহা, চরলক্ষ্যার বেশ কয়েকটি এলাকা পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে আছে উপজেলার শতাধিক পরিবার। এই পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি।
গতকাল রবিবার বৃষ্টি উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) রয়া ত্রিপুরা নিজেই উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে পানিবন্দি মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা, উপ-সহকারী প্রকৌশলী তাসলিমা আক্তার।
পরিদর্শনকালে রয়া ত্রিপুরা বলেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি। যেকোনো বিপদ সংকেত বা সমস্যার সময় দ্রæত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। বন্যার আশঙ্কা দেখা দিলে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ করছি।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। তিন ইউপির প্রায় শতাধিক পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। এ অবস্থায় নানান দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নিম্নাচলের বাসিন্দা।
ইতোমধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর কথাও জানানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।