মাল্টি পার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) চট্টগ্রামর চলমান কার্যক্রমের অংশ হিসেবে ‘কর্ণফুলি ব্রিজ এলাকার যানজট নিরসনে করণীয় শীর্ষক’ গোলটেবিল আলোচনা গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর থিয়েটার হলে অনুষ্ঠিত হয়। এমএএফ সেক্রেটারি জসিমউদদীন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন সিডিএ’র বোর্ড মেম্বার এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, ডিসি ট্রাফিক (উত্তর) নেছার উদ্দিন আহমেদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার আশরুপা হক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওন কোর্ডিনেটর সদরুল আমিন, সওজের উপ বিভাগীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কে এম মাহবুব কবির, সিডিএ বোর্ড মেম্বার নজরুল ইসলাম, ক্যাবের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরি, দৈনিক পূর্বদেশ এর বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, সিডিএ’র নির্বাহী প্রকৌশলী রাজিব দাশ, বাংলাদেশ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার রেজা মুজাম্মেল, কাজী মনিরুল ইসলাম, দৈনিক খবরের কাগজের ব্যুরো চিফ এস এম ইফতেখারুল ইসলাম, দৈনিক পূর্বকোণ এর স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক আজকের পত্রিকার ফটো জার্নালিস্ট হেলাল সিকদার, মিনহাজুল ইসলাম তৌহিদ, কর্ণফুলী সেতুর টোল ম্যানেজার কাজী মনিরুল ইসলাম, তৌফিক আহমেদ রনি, ঈগল পরিবহনের পরিচালক শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা সিএনজি ফাউন্ডেশন নেতা মো. ইউসুফ, হালকা মোটরযান সমিতির নেজাম উদ্দিন, মো. ফয়সাল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো মামুনুর রশীদ মামুন, মাহমুদুর রহমান মান্না, লায়ন মো. জিয়াউল হক সোহেল, এডভোকেট বিলকিস আরা মিতু, মো. জাহিদ, মো. ওসমান গনি, এনআইএইচ এর ইকবাল হোসেন সুমন, সৈয়দ এহসান খালেদ, লায়ন ওবায়দুর রহমান, মেহেদী হাসান রায়হান, আহত জুলাইযোদ্ধা মো. ইয়াকুব হোসেন শাকিল প্রমুখ।
সেমিনারে ডিসি ট্রাফিক (উত্তর) নেছার উদ্দিন আহমেদ যানজট নিরসনে ট্রাফিক বিভাগ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সিডিএ’র নির্বাহী প্রকৌশলী সিডিএর রাজিব দাশ বলেন, মেইন লেনগুলো আলাদা করে যানজট নিরসন করা এবং নতুন রিভার ড্রাইভ রোডগুলো বহুমুখী র্যাম্প আকারে হয় মেইন রোডে যুক্ত হতে।
সেতু কর্তৃপক্ষ ও সড়ক জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী নিজাম উদ্দীন টোল সিস্টেম আধুনিকায়ন ইলেকট্রনিক কালেকশন সিস্টেম পরিপূর্ণ চালু করতে বিআরটিএ কর্তৃপক্ষের সচ্ছ নাম্বার প্লেট ব্যবহারের জন্য অনুরোধ জানান।
বিআরটিএ’র উপ পরিচালক ইঞ্জিনিয়ারিং কে এম মাহবুব কবির বলেন, ফিটনেসবিহীন কোন পরিবহন উক্ত এলাকায় চলাচল করতে না পারে তার জন্য ব্যবস্থা নিতে হবে।
কর্ণফুলী সেতুর টোল ম্যানেজার কাজী মনিরুল ইসলাম বলেন, আমাদের টোল গ্রহণের ১০টি বুথ রয়েছে। আরো বুথ বাড়ানোর জন্য ও আধুনিকায়ন করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আহŸান জানাবো।
সিডিএ’র বোর্ড সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, যেহেতু আমাদের সেতুর টাকা পরিশোধ করা হয়েছে। তাই এখন যে টোলের টাকা তা দিয়ে আশেপাশের সড়ক উন্নয়ন এবং টোল প্লাজার উন্নয়নে ব্যয় করতে হবে।
সভায় আলোচকবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্যে নগর পরিকল্পনায় বাধাসমূহ চিহ্নিতকরণের পাশাপাশি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ, সেতু কর্তৃপক্ষ, বাসমালিক সমিতি, পরিবহন শ্রমিক, হালকাযান মোটর ও সাংবাদিকগণ এবং যাত্রীকল্যাণের প্রতিনিধিরা তাদের বক্তব্যে প্রতিবন্ধকতা ও সুপারিশমালা তুলে ধরেন। খবর বিজ্ঞপ্তির











