কর্ণফুলী নদীতে ডুবে জেলের মৃত্যু

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীর পানিতে ডুবে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম নিতাই দাশ (৫০)। গতকাল শনিবার সকালে চন্দ্রঘোনার কর্ণফুলী নদী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ার বাসিন্দা নিতাই দাশ গত শুক্রবার দুপুরে কর্ণফুলী নদীর দেওয়ানজীঘাটে গোসল করার সময় পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি। নিখোঁজের একদিন পর গতকাল শনিবার সকালে সাড়ে ১০ টায় একই ইউনিয়নের কর্লফুলী নদীর হাসেম খালমুখ এলাকায় নিতাই দাশের মরদেহ ভেঁসে উঠে। এলাকাবাসী লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহত নিতাই দাশ কর্ণফুলী নদীতে মাছ ধরে সংসার চালাতেন। তার ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে।