কর্ণফুলী দখলমুক্ত করতে ১৫ দিনের আল্টিমেটাম

1

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী কর্ণফুলী নদী অবৈধ দখলমুক্ত করতে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে নগর জামায়াত আয়োজিত এক র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘কর্ণফুলী নদীতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই নদীর সমস্ত দখলদারদের উচ্ছেদ করতে হবে এবং নদীটি তার প্রকৃত অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে অনুরোধ করছি, আপনি বন্দর চেয়ারম্যানকে চাপ দিন এবং প্রজ্ঞাপন জারির মাধ্যমে কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার থেকে কাটগড় পর্যন্ত সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ব্যবস্থা নিন।’
শহরের জলাবদ্ধতা, পাহাড়ধস ও পরিবেশগত সমস্যাগুলোর সমাধানে সরকারের কাছে কার্যকর উদ্যোগের আহŸান জানিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে জলাবদ্ধতা এবং পাহাড়ধসের ফলে জনগণের যে ক্ষতি হচ্ছে তার জন্য আমরা কাউকে দোষারোপ করতে চাই না। তবে যারা এই দুর্যোগে প্রাণ হারাচ্ছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব সরকারের। যাদের মৃত্যু হয়েছে তারা সাধারণত গরিব মানুষ, তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত।’
শাহজাহান চৌধুরী বলেন, ‘আমরা আর চট্টগ্রামে জলাবদ্ধতা দেখতে চাই না। নগর জামায়াতের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, সরকার যখনই যেকোনো প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করতে চাইবে, আমরা তাদের পাশে দাঁড়াবো। আপনি যেকোনো সময় আমাদের ডাকতে পারেন, আমরা সরকারের সহযোগিতায় কাজ করবো।’
অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে প্রায় ৫১টি খাল অবৈধভাবে দখল হয়ে গেছে। এই খালগুলোর দখলদারদের বলছি, দয়া করে নিজেরাই আপনার স্থাপনা সরিয়ে নিন। যদি তা না করেন, তাহলে আমরা সরকারের সহায়তায় এবং জনগণের শক্তি নিয়ে খালগুলো উদ্ধার করব।’
সমাবেশ শেষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।