কর্ণফুলী থেকে কিশোরের লাশ উদ্ধার

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ মাদ্রাসাছাত্র মো. সাকিলের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে নিখোঁজের দু’দিন পর তার নিথর দেহ কর্ণফুলী নদীর শিলক ডংখাল স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
এর আগে গত সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কর্ণফুলী নদীর কোদালা অংশে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। নিহত সাকিল উপজেলার পূর্ব কোদালা মোহাম্মদপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
তার স্বজন আবদুর রহমান জানান, সোমবার বেলা সাড়ে ১২টার এক বন্ধুর সাথে গোসল করতে নদীতে নেমেছিলো সাকিল। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এরপর থেকে দুইদিন ধরে তাকে নদীর বিভিন্ন অংশে খুঁজে পাওয়া যায়নি। পরে শিলক ডংখাল মুখ এলাকা থেকে নিখোঁজের প্রায় দু’দিন পর তার লাশ উদ্ধার হয়েছে। পরিবারে দুই ছেলে দুই মেয়ের মধ্যে সে সবার বড় সন্তান ছিলো। একইদিন সকাল ১১টার দিকে নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহেদুর রহমান জানান, আগ্রাবাদ থেকে ডুবুরি এনে অনেক খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে শিলক ডংখাল স্টিল ব্রিজ এলাকায় লাশটি ভেসে উঠে।