কর্ণফুলী গ্যাসে লীগ পাল্টে শ্রমিক দল!

2

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) দীর্ঘদিনের আধিপত্যবাদ ও অনিয়মের অভিযোগে থাকা শ্রমিক লীগপন্থী একটি চক্র এবার স্বঘোষিতভাবে শ্রমিক দলের পরিচয় ধারণ করেছে। এ নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। শ্রমিক লীগ থেকে রাতারাতি শ্রমিক দল পরিচয়ে উত্তেজনার জন্ম দিয়েছে।
গত শুক্রবার রাতের আঁধারে কেজিডিসিএলের প্রধান কার্যালয়ের দেয়ালে মো. শরিফুল ইসলাম ও মোহাম্মদ মহিউদ্দিন নামের দুই শ্রমিক লীগপন্থী নেতার নামে ‘শ্রমিক দল’ ব্যানার টানানোকে কেন্দ্র করে বিষয়টি প্রকাশ্যে আসে। দুইজনই অতীতে শ্রমিক লীগের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের রক্ষা ও পুনরায় প্রভাব প্রতিষ্ঠার লক্ষ্যে তারা শ্রমিক দল পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর ছিদ্দিকী বলেন, কেজিডিসিএলে শ্রমিক দলের কোনো অনুমোদিত কমিটি নেই। শ্রমিক লীগের লোকেরা শ্রমিক দল পরিচয় দিয়ে সুবিধা নিতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা ১৭ বছর নির্যাতিত, আমরা তাদেরও এখনো জায়গা দিতে পারিনি, সেখানে অতীতের সুবিধাভোগীরা শ্রমিক দল সেজে আসতে পারবে না।
ব্যানার টানানো বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার মো. শরিফুল ইসলামের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করে এক কর্মচারী বলেন, একই মুখ, একই চক্র, শুধু নতুন সাইনবোর্ড। প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হলে এদের অতীত কার্যক্রম তদন্ত করে ব্যবস্থা নেওয়া জরুরি।