কর্ণফুলী প্রতিনিধি
কর্ণফুলীর জুলধা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন (৩৯) ও নগরীর সরাইপাড়া ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মো. মহসিনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে কর্ণফুলী থানা এলাকা ও নগরীতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত দুইজন হলেন কর্ণফুলীর জুলধা ডাঙ্গাচর এলাকার হাজী নুরুল আলমের ছেলে মো. শাহাবুদ্দিন (৩৯)। তিনি জুলধা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া নগরীর পশ্চিম নাসিরাবাদ নাজির বাড়ি এলাকার মো. মহসিন (২৬) সরাইপাড়া ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান,নগর ও কর্ণফুলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ দুইজনকে আটক করেছে। পরে তাদেরকে পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়।