কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

1

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা(অনূর্ধ্ব-১৭) গত ১৫ জানুয়ারি সিডিএ আবাসিক মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা উপজেলা ক্রীড়া সংস্থা (এ্যাড হক কমিটি) কর্ণফুলী, চট্টগ্রাম আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাড হক কমিটির সভাপতি মাসুমা জান্নাত। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রয়া ত্রিপুরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাবের আহাম্মদ। খেলায় শিকলবাহা ইউনিয়ন টাইব্রেকারে ৪-২ গোলে চরলক্ষ্যা ইউনিয়নকে পরাজিত করে। বড়উঠান ইউনিয়ন চরপাথরঘাটা ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে। শিকলবাহা ইউনিয়নের তুষার জয় এবং বড়উঠান ইউনিয়নের তানভির সিয়ামকে ‘ম্যান অব দা ম্যাচ’ ঘোষণা করা হয়। বক্তব্য রাখেন বিএনপি নেতা হানিফ ও জামায়াত নেতা ইলিয়াছ মেম্বার। এতে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ লুকমান, বাহার উদ্দিন খান, জাবেদুল ইসলাম, মো. শাহিদুল ইসলাম সাহেদ ও নুরুল আমিন মিন্টু। এছাড়া খেলায় ছাত্রপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।