স্পোর্টস ডেস্ক
দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার অবহেলিত যুবসমাজকে ক্রীড়ামুখি করতে অনন্য ভূমিকা পালন করছে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি। এই ক্লাবের অধিনে ঢাকা-চট্টগ্রাম ফুটবল লিগে অসংখ্য ফুটবলার বিভিন্ন ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছে। পেশাদার ফুটবলে ভুমিকা রাখতে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ৩২ নাম্বারে রেজিষ্ট্রেশন হওয়ার গৌরব অর্জন করেছে। এ সংগঠনের ঈর্ষণীয় সাফল্যের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা এর গভর্নিং বডির চেয়ারম্যান, মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী এ ক্রীড়ানুরাগী মহিউদ্দিন মুরাদ। সম্প্রতি তার দেয়া নতুন জার্সি খেলোয়াড়দের হাতে তুলে দেয়ার সময় একাডেমির সভাপতি, বিশিষ্ট ফুটবল কোচ আবদুর রহিম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মুরাদ ভাই এ সংস্থার জন্য যে টাকা ব্যয় করেছেন তা দিয়ে অনায়াসে দুই কানি জমি কেনা যেতো। তিনি তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।