কর্ণফুলীর শাহমীরপুরে রাস্তা তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা

33

কর্ণফুলীর শাহমীরপুরে মোসলেমা খাতুন নামের এক মহিলার বসত ভিটার উপর দিয়ে রাস্তা তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে যেকোন সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এর আগে গত বছরের ২৬ মে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার বাসিন্ধা মৃত আমির হোসেনের স্ত্রী মোসলেমা খাতুন ইউনিয়ন পরিষদেও গ্রাম্য আদালতে একটি মামলা দায়ের করেন। তাতে মৃত আমির হোসেনের পুত্র মোহাম্মদ ইব্রাহিম, মৃত ওমদা মিয়ার পুত্র মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ সোলাইমানের পুত্র মোহাম্মদ জাকারিয়া, আবদুল মতিনের পুত্র মোহাম্মদ তৈয়বক বিবাদী করা হয়। জানা যায়, মোসলেমা খাতুন তার বসত ভিটার উপর দিয়ে প্রতিপক্ষ রাস্তা নির্মাণের চেষ্টা করিলে তিনি গত বছরের ২৬ মে বড়উঠান ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিকে সরেজমিন প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব প্রদান করেন। স্থানীয় ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন এবং ছানোয়ারা বেগম গত বছরের ১০ জুলাই প্রতিবেদন দাখিল করেন। বিবাদীরা সরেজমিন তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি দাখিল করলে আদালত তা গ্রহণ করেন। নারাজির প্রেক্ষিতে পুনরায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হারুন তালুকদারকে দায়িত্ব দেন। তিনি ৩ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে গ্রাম্য আদালত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিবাদীগণের দাবিকৃত রাস্তা ইউনিয়ন পরিষদ বা সিটে নাই এবং কোন প্রকার চিহৃ পাওয়া যায় নি উল্লেখ করে ওই ভূমির প্রকৃত মালিক তথা মামলার বাদীর সাথে আপোষ ছাড়া রাস্তা সৃষ্টি এবং করা যাবেনা মর্মে রায় প্রদান করেন। পরবর্তীতে ইব্রাহিম গং ও কতিপয় লোকজন ব্যক্তিগত জমির উপর দিয়ে রাস্তা স্থায়ীভাবে নির্মাণ করতে চাইলে উত্তেনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে মোসলেমা খাতুন গং থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানাধিন শাহমীলপুর পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ নাছির জানান, র্দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জমির উপর দিয়ে চলাচলের ফলে একটি রাস্তার সৃষ্টি হয়। রাস্তাটি কোন রেকর্ডে নেই সত্য। এখন জমির মালিকরা তা বন্ধা করতে চাওয়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালত একটি রায় দিয়েছে। আমরা শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি।