কর্ণফুলীতে ৪৫০ লি. ভেজাল ভোজ্যতেল বাজেয়াপ্ত, জরিমানা

0

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী উপজেলায় ভেজাল ভোজ্যতেলে বিভিন্ন ব্র্যান্ডের লেবেল লাগিয়ে বোতলজাত ও প্যাকেজিং করার সময় নামহীন গুদামে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল ভোজ্যতেল বাজেয়াপ্ত করেছে ভোক্তা অধিদপ্তর এবং সেনাবাহিনী। এসময় বিএসটিআই অনুমোদনহীন পণ্য প্যাকেটজাত ও সরবরাহের দায়ে দেড় লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। গতকাল বুধবার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের খুইদ্দারটেক এলাকায় ভোক্তা অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যার এবং কর্ণফুলী সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন সা’দ বিন হাসান সিয়ামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় মেয়াদোত্তীর্ণ ৪৫০ লিটার সরিষার তেল বাজেয়াপ্ত করে ধ্বংস করে দেওয়া হয়েছে।
কর্ণফুলী সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন সা’দ বিন হাসান সিয়াম জানান, ‘গতকাল রাতে আমরা এই নকল তেলের গোডাউনের সন্ধান পাওয়ার পর রাতেই আমরা এখানে এসে সব কিছু যাচাই বাছাই করে তাদের ডকুমেন্টস ক্লিয়ার না থাকায় গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়। সাথে সাথে আমরা ভোক্তা অধিদপ্তরকে বিষয়টি জানালে তারা আজকে এই জায়গায় অভিযান পরিচালনা করে।’
অভিযানের নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম উপ বিভাগীয় পরিচালক মো. ফয়জুল্লাহ জানান, ‘গতকাল রাতে এ বিষয়ে সেনাবাহিনীর সদস্যরা জানালে আজকে আমরা ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৫০ লিটার মেয়াদোত্তীর্ণ সরিষার তেল বাজেয়াপ্ত করে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বিএসটিআই অনুমোদনহীন পণ্য প্যাকেটজাত ও সরবরাহের দায়ে দেড় লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।’
অভিযানে চট্টগ্রাম বিভাগীয় সহকারী উপ পরিচালক মাহমুদা আক্তার ও উপ সহকারী পরিচালক মো. আনিসুর রহমানসহ সেনাবাহিনীর পাশাপাশি কর্ণফুলী থানার পুলিশের বিশেষ টিম অংশ নেয়।