নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ লিটার দেশি চোলাই মদসহ জানে আলম (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো। গতকাল বুধবার সকাল ৮টার দিকে অধিদপ্তরের পরিদর্শক নুরুল আলমের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। পুরো অভিযানের তত্ত্বাবধানে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার। গ্রেপ্তার হওয়া জানে আলম চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ডের নুর উদ্দিন হাফেজ বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মৃত বাদশা মিয়া এবং মাতার নাম জহুরা খাতুন।
সূত্রে জানা গেছে, পটিয়া ও বান্দরবান এলাকা থেকে মদগুলো সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল। আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।