পটিয়া প্রতিনিধি
দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক বলেছেন, সমাজ তাদের অধিকার আদায় করতে গিয়ে পুরো ১৮ কোটি মানুষের অধিকার আদায় করেছে। এদেশে কেউ সংখ্যালঘু নয়। সকলে এদেশের নাগরিক এবং সকলেই সমঅধিকার ভোগ করবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই আমরা এদেশেরই নাগরিক। তিনি বলেন, সাংবাদিকরা জনগণের মুখপাত্র জাতির বিবেক। সকল মানুষ এখন থেকে সমান অধিকার পাবে। গত ১৫ বছওে যা হয়েছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারো থেকে কোথাও চাঁদা নেওয়া যাবেনা। কর্ণফুলী মইজ্জ্যারটেকে অবৈধ সিএনজি বন্ধ করাসহ কিশোরগ্যাং প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নিতে প্রশাসনও সচেতন মহলের প্রতি আহবান জানান। গত সোমবার (২৫ নভেম্বর) রাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতে আমীর মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি নুরউদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা অর্থ সম্পাদক এডভোকেট হারুন, ইলিয়াছ মেম্বার, আবুল মনছুর, জিয়াউর রহমান, মাওলানা মুছা, শের আলী মর্তুজা, মুছা মেম্বার প্রমুখ। এতে কর্ণফুলী প্রেসক্লাব সভাপতি মোর্শেদ নয়ন, সাধারণ সম্পাদক আবেদ আমিরীসহ প্রেসক্লাব জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।