কর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

0

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে মো. সাইফুল হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাইফুল কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়ন উত্তর বন্দর ২নং ওয়ার্ডের শাহ সেকান্দর হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলা যুবলীগের একজন সক্রিয় সদস্য।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ পূর্বদেশকে জানান, কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে সাইফুল হোসেন নামে যুবলীগের সক্রিয় এক সদস্যকে আটক করেছে পুলিশ।