নিজস্ব প্রতিবেদক
নগরীর রেলওয়ে কলোনির পরিত্যক্ত ভবনের পর এবার কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় মিলেছে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ। গতকাল রবিবার দুপুর সোয়া ১২ টার দিকে নগরীর বন্দর থানার নেভাল বার্থের পেছনে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তিনদিনের ব্যবধানে উদ্ধার হওয়া দুই মরদেহের একটিরও পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
নৌ-পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, রবিবার নদী থেকে উদ্ধার করা যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে নীল জিন্সের প্যান্টের সঙ্গে টিশার্ট, এর ওপর কালো কটি আছে। লাশটি পচে যাওয়ায় ঘটনাস্থলের আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ একেবারে পঁচে যাওয়ায় মৃত্যুর কারণও বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৯ ডিসেম্বর নগরীর টাইগারপাসের রেলওয়ে কলোনির পরিত্যক্ত ভবন থেকে ২৮ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। রেলওয়ে কলোনির যে ভবনের সিঁড়িতে ওই যুবকের লাশ পাওয়া গেছে সেটা পরিত্যক্ত ছিল।
স্থানীয়রা জানিয়েছে, পরিত্যক্ত এ ভবনে কয়েকজনের যাতায়াত ছিল। বিশেষ করে রাতের বেলা এখানে নেশা করে সকালে আবার চলে যেত। পুলিশের ধারণা, আনুমানিক তিন থেকে চারদিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহটি বর্তমানে হিমঘরে রয়েছে।