কর্ণফুলীতে পিটিয়ে আহতের দুইদিন পর মৃত্যু

3

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলীতে দুই পক্ষের মারামারিতে আহত হওয়ার দুইদিন পর মোহাম্মদ নাছির (৫৬) নামে এক ব্যক্তির হাসপাতালে মৃত্যু হয়েছে।
গত শুক্রবার রাত ১টায় হাসপাতালে মারা যাওয়া নাছির উপজেলার শিকলবাহা ইউপির ৫নং ওয়ার্ড বড় মাঝির বাড়ির মো. নুর হোসেনের পুত্র। ওই ঘটনায় নিহতের বড় ছেলে খোরশেদ আলম বাদি হয়ে ২ জনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, একই এলাকার আব্দুস সমদ মাঝির ছেলে মো. তারেক (২৭) ও মো. ইকবাল (৩২)। এর মধ্যে নাছির মারা যাওয়ার সাথে সাথেই অভিযুক্ত ইকবালকে (৩২) গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
জানা যায়, গত ৪ সেপ্টম্বর সকাল ৭টার দিকে একটি কারখনার শ্রমিকরা কারখানা থেকে ময়লা শিকলবাহা খালে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় আসামিদের লাঠির আঘাতে নাছির গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় নাছিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, ভেল্লাপাড়া বালুর মাঠে ৪ সেপ্টেম্বর মারামারি ঘটনায় নিহতের পুত্র খোরশেদ আলম দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মো. ইকবালকে (৩২) গ্রেপ্তার করে।